স্মার্টফোন মেনুফেকচারিং কম্পানিগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং এর সর্বশেষ আপডেট Android 11 এর নিজেদের ইউজারদের জন্য কাস্টমাইজড এ ব্যস্ত। পিছিয়ে নেই চাইনিজ স্মার্টফোন কম্পানি OnePlus। সম্প্রতি কিছু দিন আগে ওয়ানপ্লাস তাদের কোন কোন স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ বেজড OxygenOS 11 আপডেট দিবে সেটার শিডিউল প্রকাশ করেছে। ওয়ানপ্লাস অফিসিয়ালি তাদের নিজেদের ফেরামে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। OxygenOS 11 Update
OnePlus এর পোস্টে জানানো হয়, এই সপ্তাহে সর্বপ্রথমে OnePlus Nord ইউজাররা পেতে যাচ্ছে OxygenOS 11 এর নতুন আপডেটটি। পরবর্তীতে এই মাসের শেষের দিকে OnePlus 7 ও OnePlus 7T মডেলের স্মার্টফোনে দেওয়া হবে নতুন OxygenOS 11 আপডেট। এর পর পর্যায়ক্রমে OnePlus 6, Nord 10, Nord 100 ইউজাররা OxygenOS 11 আপডেট পেয়ে যাবেন। যদিও OnePlus 6, Nord 10, Nord 100 মডেলের স্মার্টফোনের আপডেটের বিষয়ে অফিসিয়ালভাবে কোন নির্দিষ্ঠ সময় জানিয়ে দেওয়া হয়নি। তবে ওয়ানপ্লাস হয়তো সরাসরি ফাইনাল স্টেবল আপডেট আনবে না স্মার্টফোন গুলোতে। OnePlus সর্বপ্রথম OxygenOS 11 এর পরীক্ষামূলক বেটা সংস্করণ আনবে এরপর ফাইনাল আপডেট আনবে।
OxygenOS 11 এর নতুন ফিচার :
১। ইউজারদের অনেক সময় এক হাত দিয়ে স্মার্টফোনে ব্যবহার করতে হয়। কিন্তু এক হাত দিয়ে স্মার্টফোন চালানোটা অনেক কষ্টের। এসব কথা ভেবে, OxygenOS 11 তে এক হাতে মোবাইল ব্যবহারের জন্য আনা হচ্ছে নতুন ডিজাইনের ইউজার ইন্টারফেস।
২। আরও উন্নত সেবা এবং অ্যাডভান্সড ইউজের জন্য থাকবে অলওয়েজ অন ডিসপ্লে।
৩। অধিক জনপ্রিয় ডার্ক মোড ফিচার থাকবে নতুন OxygenOS 11 তে।
৪। উন্নত জেন মোড, গ্রুপ মোড সহ থাকবে নতুন নতুন সব থিম।
৫। নতুন ওয়েদার অ্যাপ সহ থিম ডিজাইন থাকবে আরও ক্লিন ও মিনিমালিস্টিক ডিজাইনে।
OxygenOS এমনিতেই ইউজারদের কাছে অনেক বেশি জনপ্রিয় কাস্টমাইজড অপারেটিং সিস্টেম। জনপ্রিয়তা আরও একধাপ বাড়াতে এবং ইউজারদের নতুন নতুন সুবিধা দিতে আসছে OxygenOS 11 আপডেটটি।
Post a Comment